আজকের বার্তা
আজকের বার্তা

জাবিতে গণধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ০৭, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ জাবিতে গণধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ
Spread the love

বার্তা ডেস্ক ॥  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোস্তাফিজসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে ওই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ, অর্থ সম্পাদক ফারজানা আক্তার, স্কুল বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ফারহান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিচারহীনতার অপসংস্কৃতি ও স্বৈরাচারী রাজনীতির পৃষ্ঠপোষকতার ফলে ছাত্রলীগ আজ এই ন্যাক্কারজনক ঘটনা সংঘঠিত করেছে।

ক্যাম্পাসগুলিতে শুধু সন্ত্রাস-দখলদারিত্বের রাজত্ব কায়েম করেই ক্ষান্ত হয়নি। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ দেশের আপামর ছাত্রী-নারীর কাছে বিভীষিকাময় মূর্তি নিয়ে হাজির হয়েছে৷ আর এসবের সাথে যুক্ত হয়ে আছে ক্যাম্পাসের তাবেদার। যেমন করে এই ঘটনায় সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না করে উল্টো ‘বহিরাগত’ তকমা দিয়ে বিশ্ববিদ্যালয়ে জনমানুষের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার মতো স্বৈরাচারী সিদ্ধান্তের মধ্য দিয়ে।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ অনতিবিলম্বে জড়িত ছাত্রলীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সন্ত্রাস-দখলদারিত্ব মুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানিয়েছেন।একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনমানুষের প্রবেশের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা অনতিবিলম্বে উঠিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।