আজকের বার্তা
আজকের বার্তা

ঝালকাঠিতে নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদনের প্রশিক্ষণ


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৫, ২০২১ ৫:২৫ অপরাহ্ণ ঝালকাঠিতে নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদনের প্রশিক্ষণ
Spread the love

ঝালকাঠি প্রতিনিধি ॥
নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন বিষয়ে ঝালকাঠিতে দিনব্যাপী কৃষকের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল বুধবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে দুইটি ইউনিয়নের ২৫ জন কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত সিকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুলতানা আফরোজ ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা এম এ হান্নান খান প্রশিক্ষণে বক্তব্য দেন। উদ্যান ফসলের রোগ বালাই ও নিরাপদ ফসল উৎপাদনের জন্য পোকা-মাকড় দমন এবং সুষম সার ব্যবহারের ওপর ধারণা দেওয়া হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।