আজকের বার্তা
আজকের বার্তা

কলাপাড়ায় যুবলীগের উদ্যোগে ছিন্নমূল ও দুস্থ ৭০০ মানুষকে রান্না করা খাবার বিতরন করলেন এমপি মহিব


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৫, ২০২১ ৫:২৫ অপরাহ্ণ কলাপাড়ায় যুবলীগের উদ্যোগে ছিন্নমূল ও দুস্থ ৭০০ মানুষকে রান্না করা খাবার বিতরন করলেন এমপি মহিব
Spread the love

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥
উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে ছিন্নমূল ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সাত শতাধিক মানুষকে এই খাবার সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মহিব্বুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ^াস, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, যুবলীগ নেতা এ্যাডভোকেট সাইদ, কাউন্সিলর জাকি হোসেন জুকুসহ আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিলর জাকি ইসলাম জুকু জানান, অন্তত সাত শ’ ছিন্নমূল ও দূস্থদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় যুবলীগের নির্দেশণা অনুসারে রান্না করা খাবার বিতরণ করা হয়।