আজকের বার্তা
আজকের বার্তা

মির্জাগঞ্জে ১৫০০টন অবৈধ পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৫, ২০২১ ৫:২৫ অপরাহ্ণ মির্জাগঞ্জে ১৫০০টন অবৈধ পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা
Spread the love

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ॥
অভিযান চালিয়ে ৬০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন প্রসাশন। এসময় তিন ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার (৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রায়হানুজ্জামানের নেতৃত্বে ও র‌্যাব-৮ এর কমান্ডার মোঃ রাজিব ফারহান ও পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক আনজুমান নেছার সহযোগিতায় সুবিদখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাচ্ছু হার্ডওয়ার (দোকান ও গোডাউন) থেকে ৪০ হাজার কেজি, চুন্নু হার্ডওয়ার (দোকান ও গোডাউন) থেকে ১২হাজার কেজি ও মিঠু স্টোর(দোকান ও বাসা)থেকে ৮হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা লঙ্ঘনের দায়ে বাচ্ছু হার্ডওয়ারকে ৫০ হাজার, চুন্নু হার্ডওয়ারকে ৩০ হাজার এবং মিঠু স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় । জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর প্রতিনিধির জিম্মায় দেওয়া হয়।মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রায়হানুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।