আজকের বার্তা
আজকের বার্তা

মেহেন্দিগঞ্জে হাসপাতালের অনিয়মের সংবাদ প্রকাশে ক্ষুব্ধহয়ে হাসপাতাল কর্তৃপক্ষের মানববন্ধন


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৫, ২০২১ ৫:২৫ অপরাহ্ণ মেহেন্দিগঞ্জে হাসপাতালের অনিয়মের সংবাদ প্রকাশে ক্ষুব্ধহয়ে হাসপাতাল কর্তৃপক্ষের মানববন্ধন
Spread the love

মনির দেওয়ান, মেহেন্দিগঞ্জ ॥
মেহেন্দিগঞ্জ হাসপাতালে অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিকের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে হাসপাতালের কার্য্যক্রম বন্ধকরে মানব বন্ধন করে কর্তৃপক্ষ। ক্ষুদ্ধ সেবা নিতে আসা রোগীরা। সামাজিক যোগাযোগে মাধ্যম ও সংবাদে প্রকাশিত মেহেন্দিগঞ্জ হাসপাতালের জরুরী বিভাগে টাকা ছারা জুটছেনা চিকিৎসা সেবা।ও গত সোমবার আঞ্চলিক দৈনিক আজকের বার্তয় সংবাদের শিরোনামে” মেহেন্দিগঞ্জে পুস্টিসপ্তাহ’র বরাদ্দ আতœসাধের পায়তারা এমন সংবাদ প্রকাশের পরপরই ওইদির তরিঘরি করে বেলা ১২ টায় পুস্টি সপ্তাহের ত্রানের মাল বিতরন করান স্থানীয় এমপি পংকজ নাথ কে প্রধান অতিথি করে যদিও জাতীত পুস্টি সপ্তাহ ২৩ থেকে ২৯ শে এপ্রিল, সময় কালক্ষেপন করে জাতীয় দিবস পালন করায় ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেন পংকজ নাথ। উল্লেখ,২৩ থেকে ২৯শে এপ্রিল জাতীয় পুস্টি সপ্তাহ। ওই ৭কর্ম দিবসে প্রচার প্রচারনা ব্যানার, দুস্থদের পুস্টি খাবার বিতরন, মাক্স বিতরন ও চাল, তৈল পেয়জ আলু ইত্যাদি প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থে বিতরন করার কথা থাকলেও মেহেন্দিগঞ্জে কোন কার্যত্রম ছিলনা। গনমাধ্যম কর্মী হিসাবে মনির দেওয়ান পুস্টি কমিটির সদস্য থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়ে তাকে কোন প্রকার অবহিত করেনি। এমন কি সংবাদিক মনির দেওয়ন নামে সামিজিক যোগাযোগ মাধ্যমে ফেবুকে হাসপাতালের সাথে জরিত টিএিচও’র নিজেস্ব ড্রাইভার আজেবাজে মন্তব্যকরে সাংবাদিক কে হেয় প্রতিপন্ন করে,ভিবিন্ন ওন লাইন পত্রিকায় সাংবাদিক মনির দেওয়ান কে চাদাবাজ সন্ত্রাসী হিসাবে আক্ষায়ীত করে সংবাদ প্রকাশ সহ ফেক রাইফা রিমু নামের আইডিতে সাংবাদিক কে বাজে মন্তব্য করে যা পরবর্তীতে মেহেন্দিগঞ্জ থানায় সাধারন ডায়ীরিতে অন্তর্ভূক্ত করে। সুত্রে যানাযায় হাসপতাল কর্মরত তাদের কে দিয়ে মিথ্য ভিত্তিহিন অভিযোগ তৈরিকরে সাংবাদিকের নামে চাদাবাজির মামলা দেওয়ার প্রকৃয়া চালাচ্ছে টিএইচও ডাঃ রমিজ আহম্মেদ এ বিষয়ে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি তবে জেলা সিভিল সার্জন মনোয়া হোসেন এর নিকট মুঠোফোনে আলাপ করে বিষয় গুলো অবহিত করলে ও তিনি অভিযোগ ও মানব ববন্ধন সত্যতা পেলে টিএইচও এর বিরুদ্ধে ব্যাবস্থা নিবেন বলে জানান।