আজকের বার্তা
আজকের বার্তা

শেয়ারবাজারে কাল থেকে লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ছে


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৫, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ শেয়ারবাজারে কাল থেকে লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ছে
Spread the love

বার্তা ডেস্ক ॥
শেয়ারবাজারে লেনদেনের সময় আগামীকাল বৃহস্পতিবার থেকে এক ঘণ্টা করে বাড়ছে। ব্যাংকিং লেনদেনের সময় বাড়ানোর ঘোষণায় শেয়ারবাজারেও লেনদেনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসি জানিয়েছে, লেনদেনের সময় বাড়ানোর সিদ্ধান্ত কাল থেকে কার্যকর হবে। এর ফলে আগামীকাল থেকে শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত, মোট সাড়ে তিন ঘণ্টা। আজ বুধবার পর্যন্ত শেয়ারবাজারে লেনদেনের সময়সীমা ছিল সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত, মোট আড়াই ঘণ্টা। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার এপ্রিলের শুরু থেকে নানা বিধিনিষেধ আরোপ করে। তাতে ব্যাংকের লেনদেনের সময়ও কমানো হয়। এ কারণে শেয়ারবাজারের লেনদেনের সময়ও কমিয়ে দিয়েছিল বিএসইসি। বিএসইসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কাল থেকে সাড়ে তিন ঘণ্টার লেনদেনের বাইরে ১৫ মিনিট করে ৩০ মিনিট প্রি-ওপেনিং ও পোস্ট ক্লোজিং সেশন চলবে। প্রি-ওপেনিং সেশনের মাধ্যমে শেয়ারের লেনদেন শুরুর দাম বা ওপেনিং প্রাইস নির্ধারিত হয়। আর পোস্ট ক্লোজিং সেশনের মাধ্যমে দিনের সর্বশেষ মূল্য নির্ধারিত হয়। করোনার কারণে ব্যাংকের লেনদেন সময় কমে আসায় তার সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারেও লেনদেনের সময় কমিয়ে দেওয়া হয়। স্বাভাবিক সময়ে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত একটানা সাড়ে ৪ ঘণ্টা লেনদেন হতো। কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার এপ্রিলের শুরু থেকে নানা বিধিনিষেধ আরোপ করে। তাতে ব্যাংকের লেনদেনের সময়ও কমানো হয়। এ কারণে শেয়ারবাজারের লেনদেনের সময়ও কমিয়ে দিয়েছিল বিএসইসি।