আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে ছিনতাইকারীকে হাতে-নাতে ধরে পুলিশে দিল ভুক্তোভোগী নারী


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ বরিশালে ছিনতাইকারীকে হাতে-নাতে ধরে পুলিশে দিল ভুক্তোভোগী নারী
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশাল নগরীতে সোহান (২২) নামের এক ছিনতাইকারীকে হাতে-নাতে ধরে পুলিশে দিল ভুক্তোভোগী এক নারী। এসময় তার সাথে থাকা এক সহযোগী দৌড়ে পালিয়ে যান। ওই নারীর কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন স্থানীরা। পাশাপাশি তার সাহসিকতার প্রশংসা করেছেন।শনিবার (২৭ জানুয়ারি) রাত পৌণে ৭ টার দিকে নগরীর সদর রোডস্থ ল্যাব এইড ডায়াগনস্টিকের সামনে এ ঘটনা ঘটে। আটক সোহান নগরীর ১৯ নং ওয়ার্ডস্থ নতুন বাজার এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। অপরদিকে ভুক্তোভোগী হলেন মুলাদির চর কমিশনার গ্রামের আবুল কালামের স্ত্রী ইসরাত জাহান মনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- ইসরাত জাহান মনি তার অসুস্থ মাকে নিয়ে বরিশালে ডাক্তার দেখাতে আসেন। পৌণে ৭ টার দিকে নগরীর সদর রোডস্থ ল্যাব এইড ডায়াগনস্টিকের সামনে আসলে তাকে টার্গেট করে দুই যুবক তার ব্যাগ থেকে টাকা ও মোবাইল ছিনতাই করেন। বিষয়টি টের পেয়ে তিনি তাৎক্ষনিক ছিনতাইকারী সোহানের হাত ধরে ফেলেন। এ সময় সোহানের সাথে থাকা এক সহযোগী দৌড়ে পালিয়ে যান। পরে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের কনস্টেবল কালামের হাতে সোহানকে তুলে দেন। কালাম বিষয়টি কোতয়ালী মডেল থানা পুলিশকে অবহিত করলে এএসআই দ্বীন ইসলাম এসে তাকে আটক করেন। এ সময় আশাপাশের স্থানীয় জনতা নারীর এমন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি তার সাহসিকতার প্রশংসা করেছেন।

এ বিষয়ে ভুক্তোভোগী ইসরাত জাহান মনি বলেন- আমি আমার অসুস্থ মাকে নিয়ে বরিশালে ডাক্তার দেখাতে আসি। ল্যাব এইড ডায়াগনস্টিকের সামনে আসলে দুই যুবক আমার ব্যাগ থেকে টাকা ও মোবাইল ছিনতাই করেন। বিষয়টি টের পেয়ে আমি একজন ছিনতাইকারীকে ধরে ফেলি। তখন তার সাথে থাকা এক সহযোগী দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার এএসআই দ্বীন ইসলাম বলেন- এক নারী সোহান নামের এক ছিনতাইকারীকে হাতে-নাতে ধরে থানায় খবর দেন। পরে গিয়ে আমরা তাকে আটক করি।’