বার্তা ডেস্ক ॥
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফ মডেল থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম ও এসআই রউফ বুলবুলের নেতৃত্বে ১০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার মো. আয়ুবের ছেলে আব্দুল গফুর (২২) ও সদর ইউনিয়নের খোনকার পাড়ার লাল মিয়ার ছেলে মো. নুরুল আমিন (২৩)। তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণেরর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।