প্রায় দুই যুগ পর আধুনিকতার ছোঁয়া পাচ্ছে ভোলার বিসিক শিল্প নগরী। এরই ধারাবাহিকতায় বিসিকে দেওয়া হচ্ছে গ্যাসের সংযোগ। শুক্রবার (২৬ জানুয়ারি) গ্যাস সংযোগের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
এটি বাস্তবায়ন হলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পূর্ণতা পাবে বিসিকের কারখানাগুলো। কর্মসংস্থান হবে বেকার যুবকদের। এতে উন্নয়নের পথে আরেক ধাপ এগিয়ে যাবে দ্বীপজেলা ভোলা।
সূত্র জানায়, ১৯৯৩ সালে জমি অধিগ্রহণের পর ২০০০ সালের দিকে ভোলা শহরের চরনোয়াবাদ চৌমুহনী সংলগ্ন ১৪.৪৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক শিল্প নগরীর যাত্রা শুরু হয়। এরপর বিভিন্ন সময় সেখানকার ৯৩ প্লটের মধ্যে ৮৯টি প্লট বরাদ্দ হয়। এসব প্লটে ৫০টির বেশি কারখানা চালু হয়। কিন্তু শুরুতেই গ্যাসের অভাবে ব্যাহত হয় কারখানাগুলোর উৎপাদন। অতিরিক্ত খরচ আর লোকসানের মুখে কোনো রকম জোড়াতালি দিয়ে চলতে গিয়েও বন্ধ হয়ে যায় অনেক কারখানা। তখন গ্যাস সংযোগের খরচ কমাতে দাবি ওঠে।
এমন বাস্তবতায় ভোলার বিসিক শিল্প নগরীতে গ্যাসের সংযোগ চালু হতে যাচ্ছে। এতে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে শিল্প উদ্যোক্তারা। তাদের আশা গ্যাসের সংযোগ পেলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবেন তারা।
কারখানা ও উদ্যোক্তা সরদার পাইপ কারখানার মালিক বাবুল সরদার বলেন, গ্যাস সংযোগ পেলে আমাদের কারখানা আরও সমৃদ্ধ হবে। জ্বালানি খরচ কমে যাবে।
আরেক উদ্যোক্তা জামাল খান বলেন, গ্যাস সংযোগ দেওয়া হলে এখানে আমরা একটি মুড়ির কারখানা স্থাপনের চিন্তা করছি।
নাহিয়ান ফুডসের পরিচালক মো. রাসেল, ইশাশ ফ্যাক্টরির পরিচালক মো. মাকসুদুর রহমানসহ একাধিক উদ্যোক্তা বলেন, আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলাম কখন এখানে গ্যাসের সংযোগ দেওয়া হবে। এ সংযোগ হলে ব্যবসার পরিধি বাড়ার পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।
বিসিকের উপ-ব্যবস্থাপক এসএম সোহাগ হোসেন বলেন, গ্যাস সংযোগ চালু হলে পাল্টে যাবে বিসিকের চিত্র। এখানকার অর্থনৈতিক উন্নয়ন হবে যা দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে।
এ ব্যাপারে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, বিসিকের উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এ শিল্প উন্নয়ন জেলায় পরিণত হবে ভোলা। ফলে জেলার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
উল্লোখ্য, ২৬ জানুয়ারি শুক্রবার সকালে ভোলার বিসিক শিল্পনগরীতে গ্যাস সংযোগের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সেই প্রতিক্ষার প্রহর গুনছেন দ্বীপজেলার শিল্প উদ্যোক্তারা।