জাতীয় শিক্ষাক্রম ২০২১ স্থগিত কর, কাগজ-কলম সহ শিক্ষা উপকরণের দাম কমাও, পর্যাপ্ত শ্রেণিকক্ষ নির্মাণ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নত কর,সন্ত্রাস-দখল দারিত্বমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিত করা,স্বৈরাচারী ফ্যাসিবাদী দুঃশাষনের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম বেগবান করা সহ ৬ দফা দাবী আদায়ের লক্ষে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪) জানুয়ারী শিক্ষা-গণতন্ত্র-মনুষ্যত্ব রক্ষার ৪ দশক উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল শাখার আয়োজনে নগরীতে লাল পতাকার র্যালি ও অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগর সমাজতান্ত্রি ছাত্র ফ্রন্টের সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ।
এসময় অঅরো বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তী, বরিশাল সমাজান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারন সম্পাদক সুজন আহমেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এর পূর্বে ছাত্র ফন্টের আয়োজনে লাল পতাকার র্যালি বেড় করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার টাউন হল চত্বর সমাবেশস্থলে এসে শেষ হয়।