আজকের বার্তা
আজকের বার্তা

প্রথমবারের মতো নতুন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৫, ২০২১ ১১:২০ পূর্বাহ্ণ প্রথমবারের মতো নতুন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের
Spread the love

বার্তা ডেস্ক ॥জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক ভারতীয় সীমান্তের চৌকিতে গুলিবর্ষণ করে ফেব্রুয়ারিতে করা নতুন যুদ্ধবিরতি প্রথমবারের মতো চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি অপ্রত্যাশিতভাবেই ভারত ও পাকিস্তান উভয় পক্ষই ঘোষণা করেছিল যে, উভয় পক্ষের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর যুদ্ধবিরতি চুক্তি কঠোরভাবে মেনে চলবে। ভারতের সরকারি কর্মকর্তারা বলছেন, ‘সাম্বা জেলার রামগড় সেক্টরে গত সোমবার (৩ মে) ভোর ৬টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) লক্ষ্য করে পাকিস্তানি সেনারা হামলা চালায়।’ এছাড়াও বিএসএফ-এর কর্মকর্তারা বলছেন, ‘তারা কার্যকরভাবে পাল্টা জবাব দিয়েছেন এবং পাকিস্তানি আগ্রাসনের বিপক্ষে তা যথাযথ জবাব।’ মূলত, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) দীর্ঘ সময় ধরে ভারত-চীনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই গত ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি নতুন করে মেনে চলার ঘোষণা আসে ভারত-পাকিস্তানের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি ভঙ্গ করল পাকিস্তান।