আজকের বার্তা
আজকের বার্তা

চীনকে পাত্তা না দিয়ে দক্ষিণ চীন সাগরে মহড়া চালালো ফিলিপাইন


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৫, ২০২১ ১১:১৮ পূর্বাহ্ণ চীনকে পাত্তা না দিয়ে দক্ষিণ চীন সাগরে মহড়া চালালো ফিলিপাইন
Spread the love

বার্তা ডেস্ক ॥চীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগর নিজেদের বলে দাবি করলেও সম্প্রতি ফিলিপাইন চলমান উপকূলরক্ষী মহড়া দিয়ে বেইজিংয়ের বিরোধিতা করেছে। ফিলিপাইনের ম্যানিলার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ডেলফিন লরেঞ্জনা গণমাধ্যমকে বলেন, ‘দক্ষিণ চীন সাগরে আমাদের মহড়া চলবে। এর বিরোধিতা করার কোনো অধিকার চীনের নেই। আমরা সমুদ্র সীমায় কী করব আর কী করব না, তা নিয়ে কথা বলার অধিকার চীনের নেই।’ ফিলিপাইনের কোস্টগার্ড এবং ফিশারিজ ব্যুরো গত শনিবার (১ মে) দেশটির ২০০ মাইল দীর্ঘ এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) অভ্যন্তরে সামুদ্রিক মহড়া শুরু করেছে। এর আগে চীনা নৌকার ‘হুমকিপূর্ণ’ উপস্থিতি প্রতিরোধের জন্য তাদের উপস্থিতি বাড়ানোর ঘোষণা দেয় ম্যানিলা। এই মহড়ার প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ফিলিপাইনের উচিত পরিস্থিতি জটিল না করা এবং বিরোধ বাড়ানো বন্ধ করা।’ ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে পাল্টা প্রতিক্রিয়ায় বলেছে, ‘ফিলিপাইন কী করতে পারে আর কী করতে পারে না তা বলার অধিকার চীনের নেই।’ দক্ষিণ চীন সাগরে শত শত চীনা নৌকার দীর্ঘস্থায়ী উপস্থিতি নিয়ে সুর কঠোর করেছে ম্যানিলা। এ নিয়ে দুপক্ষের মধ্যে ঠা-া লড়াই চলছে। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগর দিয়ে প্রতি বছর প্রায় ৩ ট্রিলিয়ন ডলার মূল্যের বাণিজ্য হয়। ২০১৬ সালে দ্য হেগের একটি মধ্যস্থতাকারী ট্রাইব্যুনাল দাবি করে, চীন পুরনো মানচিত্রের ওপর ভিত্তি করে যা দাবি করে, তা আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।