বার্তা ডেস্ক ॥ভারতের পশ্চিমবঙ্গ করোনায় একদিনে সর্বোচ্চ প্রাণহানি দেখল। গেল ২৪ ঘণ্টায় রাজ্যটিতে মৃত্যু হয়েছে ১০৭ জনের। নতুন করে করোনা শনাক্ত ১৭ হাজারের বেশি মানুষ। এ নিয়ে পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৯ লাখ। অক্সিজেন সংকটে ভারতের মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটকে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। অক্সিজেন অভাবে রোগীর মৃত্যুকে গণহত্যার সামিল বলে রায় দিয়েছে উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট। অন্যদিকে ঘরের তাপমাত্রায় রাখা যায়, এমন করোনা টিকা তৈরি করছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স।