বেতাগীর এক গৃহবধূকে মিষ্টি দিতে এসে তিনি ধর্ষনের স্বীকার
আজকের বার্তা | প্রকাশিত: মে ০৪, ২০২১ ৫:২১ অপরাহ্ণ
তরিকুল ইসলাম রতন ॥
বরগুনার বেতাগী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (০২মে)বেতাগী উপজেলার শরিষামুড়ি ইউনিয়নে সন্ধায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই গৃহবধূ গত সোমবার বেতাগী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্রে জানা যায়, গৃহবধুর স্বামী ইমরান মৃর্ধা ঢাকায় চাকরি করেন। শশুর শাশুড়ি নিয়ে স্বামী বাড়িতে থাকেন,গত রবিবার সন্ধ্যা ৬টায় গৃহবধূর শাশুড়ির ছোট ভাই ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে দেখার জন্য তাদের বাড়ি যায়। ওই সুযোগে খলিল হাওলাদারের ছেলে নাঈম ঘরের সামনের দরজায় এসে ডাক দিলে গৃহবধূ দরজা খুলে, তখন নাঈম পলিথিনে করিয়া কিছু মিষ্টি দেয়। মিষ্টি গুলো নিয়ে ঘরের খাবার রুমে গিয়ে রেখে পুনরায় সামনের দরজা আটকাতে আসে। তখন লম্পট নাঈম ঘরে উঠে মুখ চেপে জোর করে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধু বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ বিষয়ে বেতাগী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন (তপু) জানান,এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।