আজকের বার্তা
আজকের বার্তা

ভোলায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ০৯, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ ভোলায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
Spread the love

বার্তা ডেস্ক ॥ নির্বাচনের পূর্ব নির্ধারিত ফলাফলের প্রতিবাদ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে ভোলায় বিএনপি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে। এসময় বিএনপির নেতৃবৃন্দ ৭ তারিখের ভোট বর্জন করায় জনগণকে ধন্যবাদ জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটনের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ শহরের ইলিশা বাসস্ট্যান্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।

এসময় জেলা বিএনপির সদস্য লোকমান গোলদার, পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রবিন চৌধুরী, জেলা ছাত্রদলের নেতা নূর মোহাম্মদ রুবেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম বাপ্পিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।