আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালের ছয় আসনে ১২ হাজার ৩০০ ভোট বাতিল


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ০৮, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ বরিশালের ছয় আসনে ১২ হাজার ৩০০ ভোট বাতিল
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে বিভিন্ন কারণে ১২ হাজার ৩০০ ভোট বাতিল হয়েছে। এই ভোটগুলো প্রার্থীর জয়ে কোন ভূমিকা রাখতে পারেনি। বাতিল ভোট বাদ দিয়ে ভোট গননা করে পূর্ণাঙ্গ ফল তৈরি করেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে বরিশাল জেলার ৬টি আসনে গড়ে ভোট প্রদানের হার ছিল ৪১.১০ ভাগ।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের তথ্য মতে, জেলার ৬টি সংসদীয় আসনে এবার বিভিন্ন কারণে ১২ হাজার ৩শ’ ভোট বাতিল হয়েছে।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মোট ভোটার ৩ লাখ ৪ হাজার ৩শ’ ৪ জন। এর মধ্যে ভোট জমা পড়েছে ১ লাখ ৮৪ হাজার ৩৪টি। বিভিন্ন কারণে ১ হাজার ৯শ’ ১৭ ভোট বাতিল হয়েছে। এই আসনে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ১শ’ ১৭টি। এখানে ভোট প্রদানে হার জেলার ৬টি আসনের মধ্যে সর্বাধিক ৬০.৫০ ভাগ। ১ লাখ ৭৬ ৭শ’ ৭৭ হাজার ভোট পেয়ে এই আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আবুল হাসানাত আবদুল্লাহ।

 

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ২শ’ ৪২ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৫৭ হাজার ৩শ’ ৬১টি। বাতিল হয়েছে ২ হাজার ৫৮ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৩শ’ ৪টি। এখানে ভোট প্রদানের হার ছিলো ৪৪.০৮ ভাগ। ১ লাখ ২১ হাজার ৩শ’ ৭৫ ভোট পেয়ে এই আসনে ১৪ দলের শরীক ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন নির্বাচিত হয়েছেন।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ১শ’ ২৬ জন। বাক্সে ভোট পড়েছে ৯৬ হাজার ৯১টি। বাতিল হয়েছে ১ হাজার ৩শ’ ৯৬ ভোট। বৈধ ভোটের সংখ্যা ৯৪ হাজার ৬শ’ ৯৫টি। এখানে ভোট প্রদানের হার ছিলো ৩৪.৩৬ ভাগ। এই আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ৫১ হাজার ৮শ’ ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ২শ’ ২৭ জন। এর মধ্যে ভোট জমা পড়েছে ১ লাখ ৭৪ হাজার ৯শ’ ৬টি। ৩ হাজার ১শ’ ৭৩ ভোট বাতিল হয়েছে। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৩৩টি। এই আসনে ভোট প্রদানের হার ৪৩.৯৮ ভাগ। ১ লাখ ৬১ হাজার ৪শ’ ৬৯টি ভোট পেয়ে এখানে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ নির্বাচিত হয়েছেন।

বরিশাল-৫ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৫শ’ ৬৩ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৩৫ হাজার ৯শ’ ৮৯ টি। বাতিল হয়েছে ২ হাজার ১৫ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৯শ’ ৭৪টি। এখানে ভোট প্রদানের হার জেলার সর্বনিম্ন ২৯.৮৮ ভাগ। ৯৭ হাজার ৭শ’ ৬ ভোট পেয়ে এই আসনে আওয়ামী লীগের জাহিদ ফারুক নির্বাচিত হয়েছেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মোট ভোটার ২ লাখ ৯৫ হাজার ৫শ’ ১২ জন। এর মধ্যে ভোট পড়েছে  ১ লাখ ১১ হাজার ৫শ’ ১৩টি। বাতিল হয়েছে ১ হাজার ৭শ’ ৪৭ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯ হাজার ৭শ’ ৬৬টি। এই আসনে ভোট প্রদানের হার ৩৮.৫৬ ভাগ। ৬০ হাজার ১শ’ ৯ ভোট পেয়ে এই আসনে আওয়ামী লীগের আবদুল হাফিজ মল্লিক নির্বাচিত হয়েছেন।