বার্তা ডেস্ক ॥ দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলায় এক সাথে চার সন্তান প্রসব করেন সালমা বেগম নামে এক গৃহবধূ। রোববার (৭ জানুয়ারি) রাত ৮টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একে একে চার মেয়ে শিশু প্রসব করেন তিনি।
সালমার দেবর মো: সাগর বলেন, ‘রোববার বিকেলে বাড়িতে থাকা অবস্থায় আমার ভাবির প্রসব-ব্যথা ওঠে। এরপর সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। হসপিটালের নার্সদের সহযোগিতায় আমার ভাবি একে একে চারটি মেয়ে শিশুর জন্ম দেন। সন্তান জন্মের পর ভাবি সুস্থ রয়েছেন। তবে নবজাতকদের শারীরিক জটিলতা থাকায় তাদের উন্নতি চিকিৎসার জন্য ভোলায় নেয়ার কথা বলেছেন চিকিৎসক। আমরা ভাবিসহ শিশুদের ভোলায় নেব।’
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন বলেন, ‘সন্ধ্যার দিকে ওই প্রসূতিকে তার স্বজনরা হসপিটালে আনে। আনার পরপরই তিনি এক শিশুর জন্ম দেন। এরপর আমাদের সহযোগিতায় একে একে মোট চারটি মেয়ে শিশু জন্ম দেন তিনি। আমরা আন্তরিকতার সাথে ওই প্রসূতির প্রসব করিয়েছি।’
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. অতনু মজুমদার বলেন, ‘সন্ধ্যার পর সালমা নামের এক গর্ভবতী মা হাসপাতালে আসেন। তিনি আসার পর আমাদের কর্তব্যরত নার্স এবং মিডওয়াইফরা দক্ষতার সাথে ওই গর্ভবতী মায়ের সন্তান প্রসব করান। এ সময় ওই রোগী একে একে চার সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের পর মা সুস্থ থাকলেও নবজাতক শিশুদের শারীরিক জটিলতা থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’