আজকের বার্তা
আজকের বার্তা

বামনায় দুর্বৃত্তদের আগুনে দুটি দোকান পুড়ে ছাঁই


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ০৬, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ বামনায় দুর্বৃত্তদের আগুনে দুটি দোকান পুড়ে ছাঁই
Spread the love

বার্তা ডেস্ক ॥   বরগুনার বামনায় দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভোর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে একটি পেট্রোল ও একটি ফার্ম্মেসী সম্পূর্ন ভষ্মিভুত হয়। স্থানীয়দের অভিযোগ আগামীকাল রোববার জাতীয় সংসদ নির্বাচনে জনমনে ভীতি সৃষ্টির জন্য দুর্বৃত্ত্বরা রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। শনিবার (৬ জানুয়ারী) ভোর ৪টার দিকে উপজেলার দক্ষিন রামনা গ্রামের বামনা-ফুলঝুড়ি খেয়াঘাট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে রামনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর পেট্রোল ও ডিজেলে দোকান এবং ডৌয়াতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি আলআমীন হোসেনের ফার্ম্মেসী সর্ম্পূন ভষ্মিভুত হয়েছে। তবে অগ্নিকান্ডের ঘটনার খবর বামনা ফায়ার সার্ভিস ষ্টেশনে জানানো হয়নি, জানিয়েছেন সেখানের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আ.বাছেত। তিনি আরো জানান, তাদের অবহিত করা হলে অগ্নিকান্ডের সূত্রপাতের সঠিক তথ্য জানা সম্ভব হতো। বামনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় সুত্রে জানাগেছে, শনিবার ভোর ৪টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা টের পেয়ে ডাকচিৎকার দিলে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। তবে আগুন নিয়ন্ত্রনে আসার পূর্বেই দুটি দোকান সম্পূর্ন ভষ্মিভুত হয়ে যায়। অগ্নিকাণ্ডে ভষ্মিভুত হওয়া ফার্ম্মেসী মালিক যুবলীগ নেতা আল-আমীন বলেন, আমি আওয়ামী লীগের সক্রিয় কর্মী। আগামীকাল নির্বাচনে জনগনের মনে আতঙ্কসৃষ্টির জন্য হয়তো আমাদের দুটি দোকানে বিএনপি জামাত সমর্থকরা অগ্নিসংযোগ করেছে। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষধ চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার বলেন, রামনা ইউনিয়নে জামায়াতের তৎপরতা বেশী। তারা ২০১৩ সালে পুলিশসদস্যদের পিটিয়ে আহত করেছিলো। গত ৩ ডিসেম্বর একটি অটো রিক্সায় অগ্নিসংযোগ করেছে। পুনরায় তারা নির্বাচনে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য দুটি দোকানে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় বামনা থানার অফিসার ইনচার্জ তুষার কান্তি মন্ডল জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এই অগ্নিকান্ডের ঘটনাটি পরিকল্পিত। ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা থানায় এসেছেন। তারা অভিযোগ দিলে আমরা ঘটনাটি তদন্ত করে সঠিক তথ্য বের করতে পারবো।