আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে বিএনপির চার নেতা বহিস্কার


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ০২, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ বরিশালে বিএনপির চার নেতা বহিস্কার
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশাল-৫ (সদর) আসনে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করায় বিএনপির চার নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু। বহিস্কৃতরা হলেন-চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সিরাজুল হক হাওলাদার, একই ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল করীম তুহিন, সদর উপজেলা কমিটির সদস্য চরবাড়িয়া ইউনিয়নের পারুল বেগম ও চরবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল খান। সূত্রমতে, নৌকার প্রার্থীর সমর্থক সিরাজুল হক দুই বছর আগে বিএনপির সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তাকে ইউনিয়ন বিএনপির উপদেষ্টা করা হয়। অন্য তিনজন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের ট্রাক মার্কার পক্ষে নির্বাচনী মাঠে সরব রয়েছেন। চেয়ারম্যান সিরাজুল হক হাওলাদার বলেন, নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ মাঠে উঠান বৈঠক করেছেন। ওই বৈঠকে প্রতিমন্ত্রী লোক পাঠিয়ে আমাকে ডেকে নিয়ে মঞ্চে বসান।