আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ০১, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ বরিশালে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা
Spread the love

বার্তা ডেস্ক ॥  সারা দেশের মতো বরিশালেও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। বই হাতে পেয়ে উচ্ছ্বসিত তারা। বছরের প্রথম দিন সন্তানদের হাতে নতুন বই তুলে দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকরা। শিক্ষা বর্ষের প্রথম দিন নতুন বই পাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়া এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেছেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিভাগীয় কমিশনার। প্রথম দিন নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। এতে বছরের প্রথম দিন থেকেই লেখাপড়া শুরু করতে পারবে বলে জানিয়েছেন তারা।

সন্তানরা বছরের প্রথম দিন সরকারিভাবে নতুন বই পাওয়ায় টেনশনমুক্ত হয়েছেন অভিভাবকরা। সরকারিভাবে বছরের প্রথম দিন বই পাওয়ায় বইয়ের দোকানে ঘুরতে হবে না বলে জানিয়েছেন তারা। এ জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকরা।

এবার বরিশাল বিভাগে প্রাথমিকে পর্যায়ে শিক্ষার্থী ১১ লাখ ৬২ হাজার ৫৭২ জন। বইয়ের চাহিদা ৫০ লাখ ৩৩ হাজার ৩৮২টি। আর বরিশাল জেলায় ৩ লাখ ২ হাজর ১৩৭ শিক্ষার্থীর বইয়ের চাহিদা ১৩ লাখ ৪ হাজার ৯৭৭টি।

অন্যদিকে বরিশাল বিভাগে মাধ্যমিক, দাখিল ও কারিগরি শিক্ষার্থী ১৪ লাখ ৭৮ হাজার ২৮৩ জন। তাদের বইয়ের চাহিদা ১ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার ১৭৬টি। বরিশাল জেলায় মাধ্যমিক স্তরে মোট ৪ লাখ ৪২ হাজার ৫০১ জন শিক্ষার্থীর বইয়ের চাহিদা ৩৭ লাখ ৮৮ হাজার ৫৯৬টি।

বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে প্রায় শতভাগ নতুন বই তুলে দেয়া হয়েছে জানান বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। এতে তাদের লেখাপড়া এগিয়ে যাবে বলে প্রত্যাশা তার। বই বিতরণকালে বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।