আজকের বার্তা
আজকের বার্তা

সাকিব-তামিমদের নিয়ে যা বললেন তাওহিদ


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ সাকিব-তামিমদের নিয়ে যা বললেন তাওহিদ
Spread the love

বার্তা ডেস্ক ॥  বিশ্বকাপের আগ থেকেই দলে নেই দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপে পাওয়া চোটের কারণে দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলে নেই সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।

চোটের কারণে দলে নেই তারকা পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। একই কারণে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি ওপেনার লিটন কুমার দাস।

একাধিক অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই নিউজিল্যান্ডের মাঠে চলতি সফরে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও প্রথম জয়ের ইতিহাস গড়েছে তারুণ্যনির্ভর বাংলাদেশ দল।

এব্যাপারে তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয় বলেন,  ‘জাতীয় দলের হয়ে যখন যে খেলোয়াড়ই খেলতে নামুক, চেষ্টা করে দেশকে দেওয়ার এবং দায়িত্ব নেওয়ার। আমরা খেলোয়াড়েরা জেতার জন্যই মাঠে নামি। কে আছে, কে নেই, এত কিছু দেখি না। আমাদের মধ্যে ওই শরীরী ভাষা থাকে, যেন জিততে পারি। আমাদের সবার বিশ্বাস আছে, ভালো করব।’

হৃদয় আরও বলেন, ‘দলের পরিবেশ ভালো আলহামদুলিল্লাহ। দল ভালো করলে সবকিছুই ভালো থাকে, এটাই স্বাভাবিক। সবচেয়ে ভালো জিনিস হলো সবাই সবাইকে সমর্থন করছি। কোচ থেকে শুরু করে সবার এই বিশ্বাস আছে যে আমরা পারব। গত কিছুদিন এই ফরম্যাটে ভালোও করছি।’

জাতীয় দলের হয়ে ২৭টি ওয়ানডে আর ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা তাওহিদ আরও বলেন, ‘আমাদের সবগুলো ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশি সময় নেই। আর আমাদের হাতে অনেক ম্যাচ আছে, সেটাও না। সামনে হয়তো বিপিএল আছে, এরপর সিরিজ আছে।’

২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেন, ‘আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য ম্যাচগুলো অনেক বড় সুযোগ। আমরা চেষ্টা করব সুযোগ কাজে লাগানোর। সামনে যেহেতু বিশ্বকাপ, আমার মনে হয়, সবাই এটা জানে। সেভাবে সবাই কাজ করছে।’