আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে চাররণকবি মুকুন্দ দাস বইয়ের মোড়ক উন্মোচন


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ বরিশালে চাররণকবি মুকুন্দ দাস বইয়ের মোড়ক উন্মোচন
Spread the love

বার্তা ডেস্ক ॥  যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মিহির দত্তের লেখা “বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা চাররণকবি মুকুন্দ দাস ” নামীয় বইটি আত্মপ্রকাশ করেছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় লেখক মিহির দত্তের বরিশাল নগরীর বাসভবন প্রাঙ্গনে এক অনারম্বর অনুষ্ঠানে কোমলমতি শিশুদের সাথে নিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন নগরীর বিশিষ্টজনরা।

শহীদ জিতেন্দ্র-সুবীর স্মৃতি সংসদের আয়োজনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে এস মহিউদ্দিন মানিক বীর প্রতিক, বরিশাল সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, চারণকবি মুকুন্দ দাস কালি বাড়ি’র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুকুল চন্দ্র মুখার্জী, জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি বিরেন্দ্র নাথ সমাদ্দার, বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ, অমৃতলাল দে মহাবিদ্যালয়ের প্রভাষক অনীশ মন্ডল, প্রভাষক পুনা হালদার, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, প্রকৌশলী হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আরম ফরিদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বরিশালের সদস্য সচিব বাহাউদ্দিন গোলাপ ও শহীদ জিতেন্দ্র-সুবীর স্মৃতি সংসদের আহবায়ক আরিফুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বইটির লেখক মিহির দত্তর ছেলে ও শহীদ জিতেন্দ্র-সুবীর স্মৃতি সংসদের সদস্য সচিব শুভব্রত দত্ত। মুলত চারণকবি মুকুন্দ দাসের জীবনীর উপর লেখা বইটি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মিহির দত্ত তার জীবদ্বসায় লেখা শুরু করেন। কিন্তু তার মৃত্যুতে তা বই আকারে প্রকাশিত হয়নি। দীর্ঘবছর পর ওই পান্ডলিপিকে বই আকারে প্রকাশ করেন তারই ছেলে সাংবাদিক শুভব্রত দত্ত। বইটি আখঁরী প্রকাশনী প্রকাশ করেছে।