আজকের বার্তা
আজকের বার্তা

বাকেরগঞ্জে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন মেয়র লোকমান


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ বাকেরগঞ্জে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন মেয়র লোকমান
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে আলহাজ্ব খন্দকার জিয়াউর রহমান রিপন কমিউনিটি ক্লিনিক এর স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সাড়ে ১১টায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক,পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রশাদ অধিকারীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ ধর্ম বিষয়ক সম্পাদক আঃ আউয়াল হাওলাদার, দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফা, রঙ্গশ্রী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনসার উদ্দিন শুভ, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক কাউন্সিলর খান মোহাম্মদ সেলিম, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ মুহিদুল ইসলাম মিরাজ, ইউপি সদস্য তৌহিদুল ইসলাম (পান্না), সাবেক ইউপি সদস্য মেহেদী হাসান-সহ আওয়ামিলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মেয়র লোকমান হোসেন ডাকুয়া বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রকল্পটি হাতে নেওয়া হয়। এরপর ২০০০ সালের এপ্রিলে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া পাটগাঁতী ইউনিয়নের গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার প্রকল্পটি বাতিল করে দেয়। বন্ধ হয়ে যায় সেখানকার গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল কমিউনিটি ক্লিনিক। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ফের ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় দ্রুত কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বাড়তে থাকে। এখন গ্রামীণ সড়কের পাশ দিয়ে প্রায়ই চোখে পড়ে একেকটি কমিউনিটি ক্লিনিক। একই নকশায় তৈরি ছোট্ট ভবনে এই ক্লিনিক ব্যবস্থাপনা দিনে দিনে মানুষের কাছে অপরিহার্য হয়ে উঠেছে।

বিশেষ অতিথি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রধান লক্ষ্যই হলো মাঠ পর্যায়ে বিনামূল্যে সকল মানুষের শতভাগ সুচিকিৎসা নিশ্চিত করা। তারই ধারাবাহিকতায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সরকার।