বার্তা ডেস্ক ॥ যেকোনমূল্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শতভাগ গ্রহণযোগ্য করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে সংসদীয় বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলার শহীদ সুকান্ত বাবু সেরনিয়াবাত হলরুমে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুর রহমান। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ন ও জেলা দায়রা জজ ইফতেখার আহম্মেদ, জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সী, গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্চ ওসি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকারী সহকারি রিটার্নিং অফিসার ও পোলিং অফিসারগণ অংশগ্রহণ করেন।