বার্তা ডেস্ক ॥ আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসন্ন আসরটিতে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন তামিম ইকবাল। দলটির নেতৃত্ব ভারও উঠেছে তার কাঁধে। স্বাভাবিকভাবেই লম্বা সময় পর বাইশ গজে ফিরে দারুণ কিছুই করতে চাইবেন টাইগারদের সাবেক এ দলপতি।
বিপিএলের উদ্বোধনের দ্বিতীয় দিনেই দেশের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব-তামিমের দল মুখোমুখি হবে। আগামী ২০ জানুয়ারি দুপুর দেড়টায় জমজমাট ম্যাচটি হওয়ার কথা রয়েছে মিরপুর শেরে বাংলায়। তবে এখন থেকে বিপিএল আসরটির জন্য দল গোছাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এ নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
ফরচুন বরিশালের ফেসবুক পেজে আপলোডকৃত সেই ভিডিওতে তামিম বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশেষ করে যারা বরিশাল থেকে আছেন। খুব বেশি সময় আর বাকি নেই বিপিএলের। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে বসে যে কাজগুলো বাকি আছে, সেগুলো ঠিকঠাক করতে পারি। আমাদের মালিক মিজান ভাই উনি আমাদের অনেক সময়ও দিচ্ছেন। আমাদের যা যা চাহিদা সেটা চেষ্টা করছেন পূরণ করে দেওয়ার।’
বিপিএল চলাকালীন ক্রিকেট বিশ্বে চলবে আরও পাঁচটি ফ্র্যাঞ্চাইজি লিগ। একই সময়ে এতোগুলো লিগ মাঠে থাকায় বিপিএলে মানসম্মত বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়ে শঙ্কায় আছে ফ্র্যাঞ্চাইজি ও সমর্থকরা। তবে সমর্থকদের আশ্বস্ত করে সবাইকে এই কঠিন পরিস্থিতি মেনে নিতে বলছেন তামিম ইকবাল। ফরচুন বরিশালের অধিনায়ক জানান, এটার ফলে যাতে দল ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টাই করছেন তারা।
ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আসলে এমন কঠিন একটা পরিস্থিতিতে আমরা আছি। আপনারা জানেন যে, বিপিএল এমন সময়ে শুরু হচ্ছে। একই সময়ে আরও পাঁচটা লিগ একই সাথে চলবে। অনেক খেলোয়াড় আসা-যাওয়ার ওপর থাকবে, আমরা ওইটাই মানিয়ে নেয়ার চেষ্টা করছি এখন বসে সবাই। আমাদের যেন খুব বেশি এফেক্টেট না হোক তারপরও যারা ফরচুন বরিশালের ফ্যানরা আছেন আপনাদেরকে মেনে নিতে হবে। কারণ পরিস্থিতিটাই এরকম। আশা করি আমাদের দলের এতটা ক্ষতি হবে না।’
বিপিএলে এখন পর্যন্ত বিভিন্ন নামে তিনবার ফাইনাল খেলেছে বরিশালের ফ্র্যাঞ্চাইজি। একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। তবে এবার বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বে বলে জানান তামিম, ‘ইনশা-আল্লাহ অন্য সবদিক থেকে আমরা প্রস্তুত। আমি মনে করি আমরা একটা ভালো দল তৈরি করেছি, যেটা চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের জন্যও প্রস্তুত থাকবে।’
আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। দেশের তিনটি ভেন্যুতে দেড় মাস ধরে চলবে এবারের আসর।