বার্তা ডেস্ক ॥ জেলার বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে ট্রলারের সাথে সংঘর্ষে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তিনদিন পর রণজিত হালদার রঞ্জনের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন তার চাচাতো ভাই লিঙ্কন হালদার (৩৫)। সোমবার দিবাগত রাতে সন্ধ্যা নদীর নলশ্রী এলাকা থেকে জেলের জালে জড়ানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ সনাক্ত করে পুলিশকে খবর দেয়। বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম জানিয়েছেন, রণজিতের লাশের ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মর্গে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে মাছ শিকারের ছোট আকারের ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সুজন হালদার, তার চাচাতো ভাই রণজিৎ হালদার ও লিঙ্কন হালদার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে সন্ধ্যা নদীর দিদিহার এলাকায় বিপরীত দিক থেকে আসা স্বরূপকাঠিগামী কাঠবাহী ট্রলারের সাথে তাদের ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ হয়। একে নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় সুজন নদীর তীরে উঠতে পারলেও রণজিৎ ও লিঙ্কন নিখোঁজ হয়।