আজকের বার্তা
আজকের বার্তা

নৌকার সভা চলাকালীন আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ নৌকার সভা চলাকালীন আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশাল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের মতবিনিময় সভা চলাকালীন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলার ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় বানারীপাড়া পৌর এলাকার খেয়াঘাট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে। ওইদিন বিকেলে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বরিশাল-২ আসনের নৌকার প্রার্থী রাশেদ খান মেনন। এ সময় নৌকা প্রতীকের এই প্রার্থীর সমর্থকদের সাথে তর্কে জড়ায় আসনটির বর্তমান সংসদ সদস্য শাহে আলমের অনুসারীরা। একপর্যায়ে বাগ্বিতন্ডা সংঘর্ষে রূপ নেয়। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক বলেন, কিছু লোক সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিল। নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছে। বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম বলেন, দলীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছেন। মতবিনিময় সভা শেষে নির্বাচনী প্রচারনায় বরিশাল-২ আসনের নৌকার প্রার্থী রাশেদ খান মেনন বলেন, এবারের নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। তাই তিনি সকল বিরোধ ভুলে সবাইকে এক হয়ে নৌকাকে বিজয়ী করার আহবান করেন। নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ ॥ বরিশাল-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীমের কর্মীদের প্রচারনার সময় সোমবার সন্ধ্যা রাতে স্বতন্ত্র প্রার্থী (মঙ্গলবার স্থগিত) সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কর্মীরা উস্কানিমূলক কথা বলার জেরধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় প্রার্থীর ১০ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুত্বর আহত নৌকার সমর্থক আবদুল হালিম, রবিউল ইসলাম, মেহেদী হাসান, রফিকুল ইসলাম এবং সাদিক আব্দুল্লাহর সমর্থক রাব্বি ইসলাম, আমিন ও আসিফকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউনিয়া থানার পলাশপুরের এই সংঘাতের খবরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পরেছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম জানিয়েছেন, খবর পেয়ে পলাশপুর এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।