আজকের বার্তা
আজকের বার্তা

কাউখালীতে বোরো ধানের নমুনা শস্য কর্তন


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৩, ২০২১ ৫:৫২ অপরাহ্ণ কাউখালীতে বোরো ধানের নমুনা শস্য কর্তন
Spread the love
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা ॥
পিরোজপুরের কাউখালী উপজেলার কৃষকরা ব্যস্ত সময় পার করছেন বোরো ধান কাটায়। সেই সাথে বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ নমুনা শস্য কর্তন করা হয়। গতকাল সোমবার সকালে উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নে চিরাপাড়া এলাকার মাঠে কৃষকদের সঙ্গে নিয়ে বোরো ধানের নমুনা শস্য কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জান্নাত আরা তিথি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, স্থানীয় ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা গৌতম মুজামদার ও কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র জানান, উপজেলায় এবছর লক্ষ্যমাত্রার চাইতেও বেশি বোরো ধান আবাদ হয়েছে। ফলনও সন্তোষজনক।