বার্তা ডেস্ক ॥ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলার চারটি আসনে জাকের পার্টির প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করেছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে বলে জানান প্রার্থিতা প্রত্যাহারকারীরা।
রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
বরিশালে ছয়টি আসনের মধ্যে বরিশাল-২ উজিরপুর-বানারীপাড়া আসনে স্বপন মৃধা, বরিশাল-৩ মুলাদী-বাবুগঞ্জ আসনে মিজানুর রহমান বাচ্চু, বরিশাল-৫ সদর আসনে আবুল হোসাইন এবং বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনে হুমায়ূন কবির সিকদার তাদের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন।
তারা জানান, শুরু থেকেই নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো পরিবেশ দেখছেন না তারা। অপরদিকে, বিশেষ একটি দলকে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ করতে চায় বলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের সঙ্গে তারাও প্রার্থিতা প্রত্যাহার করেছেন।