আজকের বার্তা
আজকের বার্তা

না‌জিরপু‌রে মা‌ছের ঘে‌ড়ে বিষ দি‌য়ে মাছ মারার অ‌ভি‌যোগ


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ না‌জিরপু‌রে মা‌ছের ঘে‌ড়ে বিষ দি‌য়ে মাছ মারার অ‌ভি‌যোগ
Spread the love

বার্তা ডেস্ক ॥ পি‌রোজপু‌রের না‌জিরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই মৎস্যচাষীর মা‌ছের ঘে‌ড়ে বিষ দিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ মণ মাছ নিধনের অভিযোগ উ‌ঠে‌ছে প্রতিবেশী এনামু‌ল শে‌খের বিরুদ্ধে।

গত ১২ ও ১৩ ডি‌সেম্বর রাতে সেখমা‌টিয়া ইউ‌নিয়‌নের চর রঘুনাথপুর গ্রা‌মের মৎস‌্য চাষী মোঃ সিরাজ সরদার ও মোঃ রুহুল আ‌মিন সিকদা‌রের মা‌ছের ঘে‌ড়ে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী সিরাজ সরদার ও রুহুল আ‌মিন সিকদার জানান, গত ৮ মাস আগে তারা তা‌দের মা‌ছের ঘে‌ড়ে বিভিন্ন জাতের প্রায় ৮ থে‌কে ১০ মণ মাছের পোনা ছাড়েন। সবমিলিয়ে তাদের ঘে‌ড়ে ৩০ থেকে ৩৫ মণ মাছ ছিল। কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রি করার কথা ছিল। গত ১৩ ডি‌সেম্বর বুধবার সকালে মাছের খাবার দিতে গেলে তারা দেখেন, ঘে‌ড়ের কিছু সংখ‌্যক মাছগুলো ভেসে উঠছে আর বাকী মাছ দূবৃত্তরা রা‌তের আঁধা‌রে চু‌রি ক‌রে নি‌য়ে গে‌ছে । এতে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ‌নি‌য়ে না‌জিরপুর থানায় ১৩ ডি‌সেম্বর মোঃ সিরাজ সরদার বাদী হ‌য়ে প্রতি‌বেশী এনামুল শে‌খের না‌মে এক‌টি লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রেন।

রুহুল আমীন সিকদার আ‌রো অভিযোগ করে ব‌লেন বেশ কয়েকদিন ধরে প্রতিবেশী এনামুল শে‌খের সঙ্গে বিরোধ চলছে এ‌নি‌য়ে গত ৮ ডি‌সেম্বর আমার ডিস ব‌্যবসার লাইনও পু‌ড়ি‌য়ে দি‌য়েছে তা‌তে প্রায় ৪০ হাজার টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে উ‌ল্লেখ ক‌রেন।

এ নি‌য়ে তি‌নি না‌জিরপুর থানায় এক‌টি সাধারণ ডায়েরী ও ক‌রেন তি‌নি যাহার ডা‌য়েরী নং ৩৭৮ তারিখ ৮ ডি‌সেম্বর ২০২৩ ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনামুল শেখ অস্বীকার ক‌রে বলেন, ‘আমি এই কাজ করিনি তা‌দের সা‌থে আমার দীর্ঘ‌দি‌নের বি‌রোধ র‌য়ে‌ছে, তারা চক্রান্ত ক‌রে আমার স্ত্রী‌কে আমার কাছ থে‌কে দু‌রে স‌রিয়ে‌ছে, আমার স্ত্রী ৫ মা‌সের অন্তসত্বা। আমা‌কে ফাঁসানোর জন‌্য তারা নি‌জেরা এগু‌লো ক‌রে‌ছে। আপনারা তদন্ত করে দেখেন। আ‌মি অ‌ভিযুক্ত হ‌লে সকল আই‌ন মাথা পে‌তে নিব।

এ‌বিষ‌য়ে না‌জিরপুর থানার এস আই আবু সুলাইমান সুমন ব‌লেন, তদন্ত অব‌্যহত র‌য়ে‌ছে তদন্ত পূর্বক আইনগত ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।