মাওয়ায় স্প্রীডবোর্ড দূর্ঘটনায় মেহেন্দিগঞ্জে দুই সহদর সহ ৪(চার)ব্যবসায়ী নিহত
আজকের বার্তা | প্রকাশিত: মে ০৩, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ
Spread the love
মনির দেওয়ান,মেহেন্দিগঞ্জ ॥
সকাল আনুমানিক ৬ ঘটিকার সময় মাওয়া থেকে শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে স্প্রীডবোট ও বলগেটের সংঘর্ষের ফলে এই দূর্ঘটনা ঘটে।দূর্ঘটনায় ২৬ জনের মৃত্যু দেহ উদ্ধার এবং ৫ জনকে জীবিত উদ্ধার করার সংবাদ পাওয়া গেছে। প্রাপ্ত সংবাদে প্রীডবোট দূর্ঘটনায় এখন পর্যন্ত মেহেন্দিগঞ্জের ৪ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন, মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকী ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মন্নান চাপরাশির ছেলে পাতারহাট বন্দরের মুদি ব্যাবসায়ী মনির চাপরাশি (৩৫) এবং উলানিয়া ইউনিয়নের পূর্বষাট্টি গ্রামের বাসিন্দা মরহুম সাদেক বেপারীর ছেলে উলানিয়া বাজারের আহাদ ফ্যাশন এর স্বত্বাধিকারী রিয়াজ বেপারী (৩৫) ও সাইফুল ইসলাম বেপারী (৩১) এবং একই ইউনিয়নের আশা গ্রামের বাসিন্দা রত্তন হাওলাদারের ছেলে উলানিয়া বাজারের কাপড় ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩০)। জানা গেছে দূর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। এদিকে প্রীডবোট দূর্ঘটনায় নিহতের সংবাদ এলাকায় পৌছলে পরিবার, আত্মীয়-স্বজন ও ব্যবসায়ী মহল সহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।