আজকের বার্তা
আজকের বার্তা

ইউপি সদস্য মামুন হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ ইউপি সদস্য মামুন হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
Spread the love

বার্তা ডেস্ক ॥  জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুন হত্যাকান্ডের সাথে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা তৌকির মোল্লা একই বংশের রাতুল মোল্লা ও মহিউদ্দিন মোল্লা। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমতে তাদের বাড়ি থেকে হত্যার কাজে ব্যবহৃত চাপাতি, ছুরি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ব বিরোধের জেরধরে হত্যাসহ এক ডজন মামলার আসামি ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুনকে (৪০) গত ৪ ডিসেম্বর রাতে ইছাপুর চৌরাস্তা নামক এলাকায় বসে তার প্রতিপক্ষের লোকজনে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারের নেতৃত্বে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দেশের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে উল্লেখিত তিন আসামিকে গ্রেপ্তার করছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।