স্পিডবোট পারাপারের সময় দূর্ঘটনায় ভা-ারিয়ার দুই বন্ধু নিহত
আজকের বার্তা | প্রকাশিত: মে ০৩, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ
ভা-ারিয়া প্রতিনিধি ॥
গতকাল সোমবার সকাল ৭ টার দিকে পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার পশ্চিম পশারীবুনিয়া গ্রামের জনি অধিকারী (২৬) ও চরখালী গ্রামের মানজুরুল ইসলাম বাপ্পী (২৩) নামের এই দুই বন্ধু মাদারীপুরের শিবচরে কাঠাঁলবাড়ি পুরাতন ঘাটে স্প্রিডবোট পারাপারের সময় এক দুর্ঘটনায় মারা গেছেন। নিহত জনি অধিকারী উপজেলার পশ্চিম পশারীবুনিয়া গ্রামের রঞ্জন অধিকারীর ছেলে আর মানজুরুল ইসলাম বাপ্পী উপজেলার চরখালী গ্রামের ওহিদুল খানের ছেলে বলে স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন জানান। পশারীবুনিয়া গ্রামের প্রতিবেশি স্বপন হালদার জানান, নিহত জনি অধিকারী ও তার বন্ধ ু জনি ঢাকা একটি কেজি স্কুলে সিকিউরিগার্ডের চাকুরী করতেন। বাপ্পীকে নিয়ে জনির বড় ভাইয়ের বিরের অনুষ্ঠানে যোগ দিতে স্প্রিডবোটে বাড়ি আসতে গিয়ে স্প্রিডবোট পারাপারের সময় এ দুর্ঘগটনা ঘটে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত বাড়িতে শোকের মাতম চলছে। জানা যায়, সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ৩১ জন যাত্রী নিয়ে স্পিডবোট মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে যাচ্ছিল। বাংলাবাজার ফেরিঘাটের কাছাকাছি এলে নোঙর করা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। ঘটনাস্থল থেকে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। সাঁতরে তীরে উঠছেন ৫ জন। তাঁদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হলে সেখানে এক নারীর মৃত্যু হয়।