আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে কাশিপুর গণপাড়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে সশস্ত্র হামলায় আহত ৬


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৩, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ বরিশালে কাশিপুর গণপাড়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে সশস্ত্র হামলায় আহত ৬
 নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল নগরীর ৩০নং ওয়ার্ড কাশিপুর গণপাড়ায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে সশস্ত্র হামলায় ছয়জন আহত হয়েছেন। এ সময় দোকান-পাট ভাংচুর ও মালামাল, টাকা-পয়সা, স্বণালংকার লুট করে নেওয়া হয়েছে বলে জানা যায় । গত শনিবার বিকেলে নগরীর ৩০নং ওয়ার্ড কাশিপুর গণপাড়ায় এ ঘটনা ঘটে। এলাকার বাসিন্দারা বলেন, ওই এলাকার মুজাম্মেল হাওলাদার ও তার পাশের বাড়ির অয়নদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তা নিয়ে এ ঘটনা ঘটেছে। আহত অয়ন বলেন, জমি-জমা ভাগাভাগি নিয়ে শনিবার বিকেলে মুজাম্মেল হাং, জাফর হাং, মাহমুদ হাং, খসরু হাং, জামাল খান ও ইমরানসহ অন্যান্য সন্ত্রাসী বাহিনীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় আরো ৫ জন আহত হলে তাদেরকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। আহত সূত্রে জানা যায় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর পা কুপিয়ে জখম করে। এছারাও হামলায় আহত হয়েছে দেলোয়ার হোসেন, এনামুল হাসান,সালমা আক্তার, নজরুল ইসলাম, ফোরকান হাওলাদার । এ ব্যাপারে অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান। এর আগেও ওই সন্ত্রাসী মুজাম্মেল ও জাফর বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজী, দাঙ্গা-হাঙ্গামার কারনে বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সিআর-১২৩/২১ মামলাও রয়েছে। তারপরেও তাদের কেউ দমিয়ে রাখতে পারছে না, রিতীমত তারা জোর জুলুম করেই যাচ্ছে। যেন দেখার কেউ নেই। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107