আজকের বার্তা
আজকের বার্তা

বেতাগীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চাচা ভাতিজা কে কুপিয়ে জখম 


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৩, ২০২১ ৫:৪৫ অপরাহ্ণ বেতাগীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চাচা ভাতিজা কে কুপিয়ে জখম 
Spread the love
খান আব্বাস ॥
বেতাগীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চাচা ভাতিজা কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত সাতটার দিকে হোসনাবাদ গ্রামের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, ওই এলাকার সোহরাব বিশ্বাসের ছেলে শফিক বিশ্বাস ও তার ভাতিজা সাইমুন বিশ্বাস। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতের স্বজনরা জানান, হোসনাবাদ এলাকায় ক্রিকেট খেলা নিয়ে শফিক বিশ্বাসের সাথে একই এলাকার শাহ জালাল ও তার সহযোগীদের দ্বন্ধ হয়। এরই জের ধরে ঘটনার দিন শনিবার রাত সাতটার দিকে শাহজালাল ও তার সহযোগী জসিম, হায়দার, জাকির সহ অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে শফিক বিশ্বাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় সফিককে বাঁচাতে তার ভাতিজা সাইমুন আসলে তাকে কুপিয়ে জখম করে শাহ্জালাল সহ অন্যান্য সহযোগীরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।