আজকের বার্তা
আজকের বার্তা

বিআরইউ’র উদ্যোগে ওয়াল্ড প্রেস ফ্রিডম ডে পালন 


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৩, ২০২১ ৫:৪৫ অপরাহ্ণ বিআরইউ’র উদ্যোগে ওয়াল্ড প্রেস ফ্রিডম ডে পালন 
খবর বিজ্ঞপ্তি ॥
বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর উদ্যোগে ওয়াল্ড প্রেস ফ্রিডম ডে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল সোমবার দুপুর ১২টায় রির্পোটার্স ইউনিটি কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে সংগঠনের সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার প্রথমে করোনায় আক্রান্ত হয়ে যে সকল সংবাদ কর্মী মৃত্যু বরন করে তাদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের অবসর ভাতা, ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবী করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, আলী জসীম, সহ-সভাপতি গাজী শাহরিয়াজ, সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান প্রমুখ।