বার্তা ডেস্ক ॥ বরিশালে ৬ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। কাউনিয়া থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৬ টায় তাকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী মোঃ রমজান আলী (৫৪)। সে বি-বাড়ীয়া জেলার কসবা থানার কুইয়াপানিয়া গ্রামের মৃত জাহের মিয়ার ছেলে।
মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রমজান আলীকে নগরীর ৩নং ওয়ার্ডস্থ গাউয়ারসার সড়কের মোঃ রাহাত খান এর বাড়ীর সামনে থেকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।