বার্তা ডেস্ক ॥ বরিশাল মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হয়েছেন যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার জিয়া। সোমবার দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই দায়িত্ব দেওয়া হয় তাকে।
চিঠিতে বলা হয়, বরিশাল মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার জিয়াকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জিয়াউদ্দিন শিকদার জিয়া বলেন, তিনি দলে ত্যাগের প্রতিদান পেয়েছেন। এই আদেশে তিনি খুশি।