আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুশান্ত (৬০), ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শোভা রানী (৮০) ও বরগুনা সদর উপজেলার সুজন (২৬)। তারা তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৭ হাজার ৭২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ২৯০ জন। বিভাগে এখন পর্যন্ত ২০১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৬৩ জন, ভোলা সদর হাসপাতালে ১০জন, বরগুনা সদর হাসপাতালে ছয়জন, পিরোজপুর সদর হাসপাতালে ১২জন, পটুয়াখালীর দুই হাসপাতালে ৯জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালের দুই হাসপাতালে ১৩ জন, পটুয়াখালীতে চারজন, ভোলায় তিনজন, পিরোজপুরে ১৩ জন ও বরগুনায় ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। রোববার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ২২৯ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।