আজকের বার্তা
আজকের বার্তা

বাউফলে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ০৯, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ বাউফলে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান
Spread the love

পটুয়াখালীর বাউফলে বেগম রোকেয়া দিবস পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পাঁচ জয়িতাকে এ সম্মাননা প্রদান করেন। তারা হলেন তহমিনা বেগম, মাধবী রায়, শাহানারা চৌধুরী, আয়শাতুন্নেছা ও উম্মে কুলসুম।

এর আগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে একই দিন সকাল ১০ টায় উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।