বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে পিরোজপুরে পালিত হয়েছে ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস । আজ শুক্রবার জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে সকালে শহরের শহিদ ভাগিরথী চত্বরের শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৭১’র বীর শহদিদের স্মৃতির প্রতি ফুলেল শুভেচ্ছা দিয়েছেন জেলা প্রশাসাক মোঃ জাহেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক জেলা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী, পৌর মেয়রের পক্ষে প্যানেল মেয়র আব্দুল হাই,
জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা উদীচী শিল্পী গোষ্ঠির সভাপতি খালিদ আবু, আমরা মুক্তিযুদ্ধের সন্তান ইউনিটের আহবায়ক রেজাউল ইসলাম মন্টু সিকদারসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ, এবং বিভিন্ন স্তরের সামাজিক সংগঠন।
এছাড়া, শোভাযাত্রা ও আলোচনা সভা জেলা সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠীত হয়েছে।