আজকের বার্তা
আজকের বার্তা

ভোলায় ২ লাখ ৭৬ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ০৭, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ ভোলায় ২ লাখ ৭৬ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
Spread the love

বার্তা ডেস্ক ॥  ভোলায় দুই লাখ ৭৬ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানিয়েছেন ভোলার সিভিল সার্জন ডাক্তার একে এম শফিকুজ্জামান।

এসময় সিভিল সার্জন ডাক্তার এ.কে. এম. শফিকুজ্জামান শিশুদের জন্য ভিটামিন এ ক্যাপসুল এর গুরুত্ব ও মানবদেহে এর প্রয়োজনীয়তার বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, সারাদেশের ন্যায় ১২ ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোলা জেলার মোট এক হাজার ৬৯০টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৪৩ হাজার ২৮০ জন শিশুকে লাল রংয়ের এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ৯৯৭ জন শিশুকে নীল রংয়ের ১টি করে ভিটামিন এ  ক্যাপসুল খাওয়ানো হবে।

অনুষ্ঠানে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা : মু: মনিরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।