আজকের বার্তা
আজকের বার্তা

দৌলতখানে মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ০৭, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ দৌলতখানে মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
Spread the love

বার্তা ডেস্ক ॥ ভোলার দৌলতখানে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে একটি মাইক্রোবাস। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা পূর্ব শত্রুতার জেরে মাইক্রোবাসে আগুন দেয়ার এমন ন্যাক্কার জনক ঘটনার সূত্রপাত ঘটতে পারে। মাইক্রোবাসের মালিক মো. রাশেদ জানান, গত তিনদিন ধরে সৈয়দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাতবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের উপর মাইক্রোবাসটি ছিল। বুধবার  রাতে ব্রিজের উপর রাখা মাইক্রোবাসটিতে দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জেরে আগুন দেয়। আগুন লাগার পর মুহূর্তেই মাইক্রোবাসটি পুড়ে ছাই হয়ে যায়। রাশেদ আরও জানায়, বুধবার রাত দুইটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাত বাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের ব্রিজে মাইক্রোবাসে আগুনে পুড়ে দেয়ার ঘটনা ঘটে।রাশেদের পরিবারের আয়ের একমাত্র উৎস মাইক্রোবাসটি। আগুনে পুড়ে দেয়ায় নিঃস্ব হয়ে গেছে তার পরিবার। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার ও দৌলতখান থানার অফিসার ওসি সত্য রঞ্জন খাসকেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যরঞ্জন খাসকেল জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।