আজকের বার্তা
আজকের বার্তা

হিজলায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ হিজলায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশালের হিজলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর বিকাল ৪টায় কাউরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল খান, সাধারণ সম্পাদক সাহাব আহমেদ,হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন, ইসমাইল হোসেন মাস্টার পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, আমির হোসেন নান্নু, আব্দুল লতিফ খান, কাজী শাহনেওয়াজ জাহাঙ্গীর, আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব মাহমুদ দিপু, সাংগঠনিক সম্পাদক সার্জেন অবসরপ্রাপ্ত হাফিজ মাহমুদ, কাজী কামরুজ্জামান সাইলু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কাজী জাকির, উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, যুবলীগের সভাপতি মিজানুর রহমান সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান মিজানুর রহমান রকি, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব হিরন হাওলাদার, মেমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃধা, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান, হিজলা গৌরবব্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিব সরদার, গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস শিকদার সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র রক্ষা ও দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান।