বার্তা ডেস্ক ॥ ঝালকাঠি জেলা দুটি আসন নিয়ে গঠিত। এ জেলায় বর্তমান সংসদ সদস্যরাই আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তিনবারের সংসদ সদস্য বজলুল হক হারুন এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টানা তিনবারের সংসদ সদস্য আমির হোসেন আমু।
মনোয়নের খবর পৌরশহরে ছড়িয়ে পড়লে সন্ধ্যা ৬টায় প্রতিটি ওয়ার্ড থেকে পৃথকভাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলের শহরে পরিণত হয় ঝালকাঠি। বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা।