বার্তা ডেস্ক ॥ বিএনপির সপ্তম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন বরিশালে পৃথক দুটি মিছিল করেছে বিএনপি। অবরোধে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। দোকানপাঠ, অফিস-আদালত ও ব্যাংক-বীমাও খোলা ছিল।
সপ্তম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে সোমবার দুপুর ১টায় নগরীর সিএন্ডবি রোডে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্ব একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে অবরোধের সমর্থনে নানা স্লোগান দেওয়া হয়।
অপরদিকে, সকাল ৭টায় নগরীর কাশিপুর বরিশাল-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরীন। মিছিলটি বের হওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে দৌড়ে পালিয়ে যায় বিএনপি নেতাকর্মীরা।
অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।