আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে সুপারি ভর্তি ট্রাকে আগুন


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ বরিশালে সুপারি ভর্তি ট্রাকে আগুন
Spread the love

বার্তা ডেস্ক ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় রোববার  ভোরে সুপারি ভর্তি একটি মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রাক চালকের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, মুলাদী উপজেলা থেকে সুপারি নিয়ে একটি মিনি ট্রাক ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয়। ভোরে বামরাইল এলাকায় পৌঁছলে ৭/৮ জন দুর্বৃত্তরা মহাসড়কে গাছ ফেলে ট্রাকটি থামায়। পরে ট্রাক চালক ও হেলপারকে তল্লাশী চালিয়ে তাদের সাথে থাকা নগদ অর্থ ছিনতাই করে ট্রাকের পেছনের দুই চাকায় ও ইঞ্জিনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে তাদের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানিয়েছেন, এ ঘটনায় ট্রাক চালক কাওসার হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।