আজকের বার্তা
আজকের বার্তা

৩০০ আসনে প্রার্থী ঘোষণা সম্মিলিত মহাজোটের


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ ৩০০ আসনে প্রার্থী ঘোষণা সম্মিলিত মহাজোটের
Spread the love

বার্তা ডেস্ক ॥  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে ৮ রাজনৈতিক জোটের সমন্বয়ে গঠিত সম্মিলিত মহাজোট। মহাজোটের একমাত্র নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেস। বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকেই জোটের প্রার্থীরা নির্বাচন করবেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মিলিত মহাজোটের প্রার্থী পরিচিতি ও ঘোষণা অনুষ্ঠানে এর আহ্বায়ক ও বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন প্রার্থীদের নাম ঘোষণা করেন।

রেজাউল করিম বলেন, ‘জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে আগামীতে একত্রে অংশ নেওয়া ছাড়াও সম্মিলিত মহাজোট দেশ ও জনগণের স্বার্থে এবং জাতীয় সংকট নিরসনে যৌথভাবে কর্মসূচি দেবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য মহাজোটের প্রার্থীরা নিজ নিজ আসনে কাজ করবেন।’

সম্মিলিত মহাজোট নেতা ও বাংলাদেশ কংগ্রেসের সিনিয়র ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন বলেন, শনিবার আমরা ৩০০ আসনে প্রার্থিতার ঘোষণা দিয়েছি। আমাদের মহাজোট থেকে ৬০০ প্রার্থীর নাম ঘোষণা করেছি। শনিবার সন্ধ্যা থেকে প্রার্থী যাচাই-বাছাই চলবে।

স্বাধীন জোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক মির্জা আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে মহাজোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের সদস্য সচিব আবু নাছের ওয়াহেদ ফারুক।

এ সময় বক্তব্য রাখেন গণতান্ত্রিক জোট বাংলাদেশের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক এসএম আশিক বিল্লাহ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক ফয়েজ হোসেন, বাংলাদেশ জাতীয় ইসলামী জোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ডা. গোলাম মোর্শেদ হাওলাদার এবং বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ও জাতীয় জোটের মুখপাত্র অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম প্রমুখ।