আজকের বার্তা
আজকের বার্তা

দুমকিতে অগ্নিকান্ডে ৩টি বসতঘর ভস্মিভুত॥ ক্ষতি ২০ লক্ষাধিক


আজকের বার্তা | প্রকাশিত: মে ০২, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ দুমকিতে অগ্নিকান্ডে ৩টি বসতঘর ভস্মিভুত॥ ক্ষতি ২০ লক্ষাধিক
এম আমির হোসাইন, দুমকি প্রতিনিধি ॥
পটুয়াখালীর দুমকিতে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৩টি বসতঘর সম্পূর্ন ভস্মিভুত হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) রাত পৌনে ৩টার দিকে উপজেলার আংগারিয়া ইউনিয়নের পূর্ব জলিশা গ্রামে এ অগ্নিকান্ড ঘটে। নগদ টাকা, স্বর্ণালংকার, ছাগল, কবুতর ও আসবাবপত্রসহ টিনসেটের বসতঘর পুড়ে ছাই হওয়ায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। অগ্নিসংযোগের কারন জানা যায়নি তবে ক্ষতিগ্রস্থদের দাবী, শত্রুতামূলক ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে। অপরদিকে স্থানীয়দের ধারনা, গ্যাস সিলিন্ডার বা বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয়সূত্রে জানা যায়, মিয়া বাড়ির (রাজা বাড়ি) মরহুম রাজা গফ্ফার মিয়া’র ৩পুত্র রাজা লতিফ উল্লাহ্, রাজা আক্কাস উল্লাহ্ ও রাজা খলিল উল্লাহ্ এদের পৃথক ৩টি বসতঘরে গভীর রাতে আগুন জ¦লতে দেখে পাশ^বর্তী লোকজন দৌঁড়ে এসে নেভানোর চেষ্টা করে। ততক্ষনে বসতঘরগুলো পুড়ে ছাই হয়। খবর পেয়ে জেলা শহর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘরগুলোর পোড়া টিন দুমড়ে মুচরে ঘরের ভিটিতে পড়ে থাকে। ভাগ্যিস ৩টি ঘরে থাকা লতিফের ছেলে, বৃদ্ধ মা ও খলিলের স্ত্রী ও সন্তানরা আগুন দেখে ডাক-চিৎকার দিয়ে বাইরে যেতে সক্ষম হয়।  গত শনিবার সকালে ইউএনও শেখ আবদুল্লাহ সাদীদ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন ও ফরিদা ইয়াসমিন, থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান, আংগারিয়া ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ হাওলাদার ক্ষতিগ্রস্থ অসায় পরিবারগুলোকে শান্তনা দেন। উপজেলা পরিষদের রাজস্ব থেকে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা নগদ সহায়তা এবং জেলা প্রশাসন থেকে টিন ও আর্থিক সহায়তার আশ্বাস দেয়া হয়েছে। এছাড়া প্রাথমিকভাবে ঘর নির্মানে এলাকাবাসী সাধ্যমত বাঁশ, খুটি, নগদ টাকা ও খাবার সহায়তা দিচ্ছেন।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107