Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rocket domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 6114
বরিশালের ছয়টি আসনে ৮২৭ টি ভোট কেন্দ্র - আজকের বার্তা
আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালের ছয়টি আসনে ৮২৭ টি ভোট কেন্দ্র


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩ ৫:৫৮ অপরাহ্ণ বরিশালের ছয়টি আসনে ৮২৭ টি ভোট কেন্দ্র
Spread the love

বার্তা ডেস্ক ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা প্রস্তুত করেছে জেলা নির্বাচন অফিস। পাশাপাশি আসন ভিত্তিক ভোট কেন্দ্র, ভোট কক্ষের খসড়া তালিকাও প্রস্তুত করা হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠানের সার্বিক সব প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলার সিনিয়র নির্বাচন অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান মুন্সী। জেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, বরিশাল জেলার ছয়টি আসনে মোট ভোটারের সংখ্যা ২১ লাখ ৩২ হাজার ৭৭ জন। এরমধ্যে ১০ লাখ ৮৩ হাজার ৩২৪ জন পুরুষ ও ১০ লাখ ৪৮ হাজার ৭৪৪ জন নারী। এ ছাড়া নয়জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন। জেলার সম্ভাব্য স্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ৮২৭টি এবং স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট ভোট কক্ষের সংখ্যা চার হাজার ৯৭১টি। সূত্রমতে, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা মিলিয়ে বরিশাল-১ আসন। ওই আসনে মোট ভোটার ৩ লাখ ৪৩ হাজার ৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৭৫৬ জন। নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৫৪৭ জন। উজিরপুর-বানারীপাড়া উপজেলা নিয়ে বরিশাল-২ আসন। ওই আসনে মোট ভোটার ৩ লাখ ৫৮ লাখ ২৪২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৩৬৪ জন ও নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ৮৭৭ জন এবং হিজড়া ভোটার একজন। মুলাদী-বাবুগঞ্জ নিয়ে বরিশাল-৩ আসন। ওই আসনে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ১২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৪৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৮০ এবং হিজড়া ভোটার একজন। মেহেন্দীগঞ্জ-হিজলা উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৪ সংসদীয় আসন। নদীবেষ্টিত ওই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ৩৭৬ জন। এদের মধ্যে পুরুষ ভাটার ২ লাখ ৫ হাজার ১৩৬ জন। নারী ভোটার ১ লাখ ৯০ হাজার ২৩৯ জন এবং হিজড়া ভোটার একজন। বরিশাল মহানগর ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৫ (সদর) আসন। জেলার ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশী ভোটার সংখ্যা এই আসনে। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৬৪৯ জন ও নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৯১১ জন এবং হিজড়া ভোটার তিনজন। মাত্র একটি উপজেলা বাকেরগঞ্জ নিয়ে বরিশাল-৬ আসন। ওই আসনে মোট ভোটার ২ লাখ ৯৫ হাজার ৪৬৪ জন। এরমধ্যে ১ লাখ ৪৯ হাজার ৫৭৪ জন পুরুষ ও ১ লাখ ৪৫ হাজার ৮৮৭ জন নারী এবং তিনজন হিজড়া ভোটার রয়েছে। বরিশাল জেলার সিনিয়র নির্বাচন অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান মুন্সী বলেন, ইতোমধ্যে যে তালিকাটি প্রস্তুত করা হয়েছে তা আগামী ৩০ নভেম্বর কমিশনে প্রেরণ করা হবে। এরপর কমিশন থেকে যে তালিকা পাঠানো হবে সেটাই হবে চূড়ান্ত তালিকা। তিনি আরও বলেন, ভোটার তালিকা অনেকটা চূড়ান্ত হলেও ভোট কেন্দ্র ও ভোট কক্ষে কিছুটা পরিবর্তন আসতে পারে। তাই সেই হিসেবটি এখনই দেওয়া সম্ভব হচ্ছেনা। তিনি আরো বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের সার্বিক প্রস্তুতি চলছে। সকলের সহযোগিতায় পুরো জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন। তফসিল অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষসময় আগামী ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিস্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষসময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তাগণ প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার )।